mobile background

A/S Reception

After-service application

Pre-checklist

Please be sure to check before requesting A/S.

This may be due to a hardened group head gasket or a gasket that does not fit properly.

Please check the replacement cycle and specifications of the gasket, and ensure the portafilter is correctly installed.

If the issue persists, please contact us for after-sales service (A/S).

Thank you.

কফি এক্সট্রাকশনের সময় পোর্টাফিল্টার থেকে পানি বা কফি বের হয়ে আসছে।

এটি গ্রুপ হেড গাসকেট শক্ত হয়ে যাওয়া বা সঠিক মাপের গাসকেট না লাগানোর কারণে হতে পারে।

গাসকেটের পরিবর্তনের সময় ও সঠিক মাপটি যাচাই করুন এবং পোর্টাফিল্টারটি সঠিকভাবে লাগানো হয়েছে কি না তা নিশ্চিত করুন।

যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের বিক্রয়োত্তর (A/S) পরিষেবার জন্য যোগাযোগ করুন।

ধন্যবাদ।

If your model has a temperature display, please check the alarm message on the display.

For models without a temperature display, pressure buildup may be the cause. In this case, turn off the machine, open the steam valve, and then turn the machine back on.

If your machine has a manual resettable overheat protector (thermostat), please press the reset button.

If the issue is not resolved, please contact us for after-sales service (A/S).

Thank you.

মেশিন গরম হচ্ছে না।

যদি আপনার মডেলে তাপমাত্রা প্রদর্শনের ডিসপ্লে থাকে, তবে অনুগ্রহ করে ডিসপ্লেতে দেখানো অ্যালার্ট বা বার্তাটি পরীক্ষা করুন।

যেসব মডেলে তাপমাত্রা প্রদর্শন নেই, সেগুলোর ক্ষেত্রে চাপ জমে থাকতে পারে। এমন অবস্থায় মেশিনটি বন্ধ করুন, স্টিম ভাল্ভ খুলে দিন এবং পুনরায় মেশিন চালু করুন।

যদি আপনার মেশিনে ওভারহিট প্রটেক্টর (থার্মোস্ট্যাট) থাকে এবং তা হাতে চাপ দিয়ে রিসেট করা যায়, তবে অনুগ্রহ করে সেটি চাপ দিন।

যদি সমস্যার সমাধান না হয়, অনুগ্রহ করে আমাদের বিক্রয়োত্তর (A/S) পরিষেবায় যোগাযোগ করুন।

ধন্যবাদ।

Please check whether the drain is functioning properly and if any overflow has occurred due to blocked drainage.

If you notice any internal leakage inside the machine or the issue remains unresolved, please contact us for after-sales service (A/S).

Even if you're unable to identify the exact cause, we recommend requesting A/S service for proper inspection.

Thank you.

কফি মেশিন থেকে পানি বের হচ্ছে।

অনুগ্রহ করে ড্রেন (পানিনিষ্কাশন) সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা এবং পানি জমে গিয়ে ওভারফ্লো হয়েছে কিনা তা যাচাই করুন।

যদি মেশিনের ভিতরে কোথাও লিক বা পানি বের হওয়ার চিহ্ন দেখেন অথবা সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদের বিক্রয়োত্তর (A/S) পরিষেবার জন্য যোগাযোগ করুন।

যদি আপনি সঠিকভাবে সমস্যার উৎস বুঝতে না পারেন, তবুও A/S সেবা গ্রহণের জন্য অনুরোধ করুন যাতে যথাযথভাবে সমস্যা শনাক্ত ও সমাধান করা যায়।

ধন্যবাদ।

This is often caused by scale buildup or foreign particles stuck in the extraction solenoid valve.

Try pressing the extraction button repeatedly—this may help the machine return to normal operation.

If the issue persists, please contact us for after-sales service (A/S).

Thank you.

গ্রুপ হেড থেকে পানি পড়ছে।

এটি সাধারণত এক্সট্রাকশন সোলেনয়েড ভালভে স্কেল জমা হওয়া বা ময়লা/অবাঞ্ছিত বস্তু আটকে যাওয়ার কারণে হয়।

এক্সট্রাকশন বাটনটি বারবার চাপলে অনেক সময় সমস্যাটি স্বাভাবিক হয়ে যায়।

যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের বিক্রয়োত্তর (A/S) পরিষেবায় যোগাযোগ করুন।

ধন্যবাদ।

When pressing the extraction button, please check whether the button lights up and whether the pump makes a sound.

If you do not hear the pump or none of the extraction buttons work, please check the machine’s power supply.

If the pump sound is present and the button lights up, but water is not coming out from one of the groups, it is likely a solenoid valve issue. In most cases, scale or debris may be stuck in the valve. Pressing the extraction button repeatedly may help resolve the issue.

If the problem persists, please contact us for after-sales service (A/S).

Thank you.

এক্সট্রাকশন বাটন চাপলেও পানি বের হচ্ছে না।

এক্সট্রাকশন বাটন চাপলে বাটনে আলো জ্বলে কিনা এবং পাম্পের শব্দ শোনা যায় কিনা তা যাচাই করুন।

যদি পাম্পের শব্দ না শোনা যায় বা সব এক্সট্রাকশন বাটন কাজ না করে, তাহলে মেশিনের বিদ্যুৎ সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করুন।

যদি পাম্পের শব্দ শোনা যায় এবং বাটনে আলো জ্বলে, কিন্তু কিছু নির্দিষ্ট গ্রুপ থেকে পানি না আসে, তাহলে এটি সাধারণত এক্সট্রাকশন সোলেনয়েড ভালভ সমস্যার কারণে হয়ে থাকে। এই অবস্থায় ভালভে স্কেল বা ময়লা জমে থাকতে পারে। এক্সট্রাকশন বাটনটি একাধিকবার চাপলে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে।

যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের বিক্রয়োত্তর (A/S) পরিষেবায় যোগাযোগ করুন।

ধন্যবাদ।

CPlease check the standby water pressure on the pressure gauge. (Recommended pressure: 3–6 bar). If the standby pressure is too low or the water flow is insufficient, the pump may make a loud noise.

If the water filter has reached the end of its service life, water pressure or flow may be reduced. Please check whether the filter needs replacement.

There is also a chance that the building's water pressure or supply is low. In this case, it is recommended to either replace the filter with a higher-flow model or consider installing a water booster system.

If the issue is not resolved, please contact us for after-sales service (A/S).

Thank you.

এক্সট্রাকশন বা পানির সরবরাহের সময় মেশিন থেকে উচ্চ শব্দ হচ্ছে।

অনুগ্রহ করে প্রেসার গেজে মেশিনের স্ট্যান্ডবাই পানির চাপ পরীক্ষা করুন (উপযুক্ত চাপ: ৩–৬ বার)। যদি পানির চাপ কম থাকে বা পানির প্রবাহে সমস্যা থাকে, তাহলে পাম্প থেকে উচ্চ শব্দ হতে পারে।

যদি ফিল্টারের কার্যকারিতা শেষ হয়ে যায়, তাহলে পানির চাপ বা সরবরাহ কমে যেতে পারে। অনুগ্রহ করে ফিল্টার পরিবর্তনের সময় হয়েছে কি না তা যাচাই করুন।

এছাড়াও, ভবনের পানির চাপ বা পরিমাণ কম হতে পারে। এই ক্ষেত্রে, উচ্চ প্রবাহক্ষমতা সম্পন্ন ফিল্টারে পরিবর্তন অথবা অতিরিক্ত পানির সরবরাহ ব্যবস্থা স্থাপন করার প্রয়োজন হতে পারে।

যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের বিক্রয়োত্তর (A/S) পরিষেবায় যোগাযোগ করুন।

ধন্যবাদ।



1
Self-Identification of Problems
2
A/S phone reception
3
Symptom check and schedule consultation
4
A/S progress